দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চে। এ নির্বাচনকে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়নে ব্যস্ত। দলের সমর্থন পেতে সাম্ভাব্য প্রার্থীরা শুরু করেছে দেনদরবার। এরই মধ্যে আ.লীগের পক্ষ থেকে দলের প্রার্থী চুরান্ত করেছে। ইউনিয়ন আ.লীগের বর্ধিতসভায় আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারো বর্তমান চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক জাকারিয়া আলমের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি বরকত আলী। উপস্থিথ ছিলেন, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা মুনতাজ আলীসহ ইউনিয়ন আ.লীগের সকল নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আবারো চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকারিয়া আলম মনোনীত করা হয়েছে। জাকারিয়া আলম, আবারো ইউনিয়নবাসিকে সেবা করার সুযোগ দেয়ার জন্য সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।।