আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ায় গাংনী র্যাব-৬ অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী রেজাউলকে ৪৫ গ্রাম গাঁজা, ৫পিস ইয়াবা ও নগত টাকাসহ আটক করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার সময় মাদক বিক্রয়কালে তাকে আটক করা হয়।
জানা গেছে, আলমাঙ্গা রেলস্টেশনপাড়ার আজিজের ছেলে রেজাউল (৪০) দীর্ঘদিন যাবত ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছিলো। আলমডাঙ্গা রেলস্টেশনসহ আশপাশ এলাকায় এসব মাদকব্যবসায়ীরা প্রতিদিনই রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আলমডাঙ্গা শহরে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। শুক্রবার রাতে গাংনী র্যাব-৬ ক্যাম্প কমান্ডার এএসপি রমজান আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে রেজাউলকে ৪৫ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ও নগত ১৯শ টাকাসহ আটক করা হয়। সকালে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রেজাউলকে জেলহাজতে প্রেরণ করা হয়।