আলমডাঙ্গা ব্যুরো: আনন্দঘন পরিবেশে নানান আনুষ্ঠানিকতায় আলমডাঙ্গার হারদী এমএস জোহা কলেজে ২০১৩-১৪ সেশনের মার্স্টাস ১ম বর্ষ ক্লাস উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এমএস জোহা কলেজের সেমিনার হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মার্স্টাস ক্লাস উদ্বোধন করেন এমএস জোহা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এমএস জোহা কলেজের উপাধ্যক্ষ নিয়ামত আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্বাস আলী, পরিচালনা পরিষদের সদস্য মজিবর রহমান, মোহর আলী, মহিনুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী নজির আহমেদ, এমএস জোহা কলেজের প্রভাষক একেএম ফারুক আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলী রেজা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাইমা ইয়াসমিনসহ সকল শিক্ষক কর্মচারী। কোরআন তেলাওয়াত করেন কলেজের স্টাফ আব্দুর রহিম।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, এমএস জোহা কলেজকে আমাদের বৃহত্তর অঞ্চলে উচ্চ শিক্ষার আদর্শ বিদ্যাপীঠে পরিণত করতে চাই। ইতোমধ্যেই বাড়িতে থেকে নামমাত্র খরচে এ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছে এ কলেজটি। আমরা লেখাপড়ার মানের সাথে কোনো প্রকার আপস না করে প্রকৃত পক্ষে উচ্চশিক্ষার সুযোগ দিতে চাই। শিক্ষাক্ষেত্রে সারাদেশের মধ্যে আমরা বিপ্লব ঘটাতে চাই, চাই দৃষ্টান্ত সৃষ্টি করতে।