মেহেরপুরে হাসনাবাদ গ্রামে জমি দখলের অভিযোগ

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার হাসনাবাদ (কলোনি) উত্তরপাড়ায় জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসনাবাদ কলোনির উত্তরপাড়ার আমজাদ হোসেন জানান, একই গ্রামের আব্দুল হালিম, মো. রতন, রানা, আবুল কালামসহ কয়েকজন লোক তার বাড়ির সামনে আসে এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি দেখায়।
গ্রামবাসীর জানায়, গত সোমবার সকাল ১০টার দিকে একই গ্রামে মৃত আজিজুল হকের ছেলে হালিম মিয়া কতিপয় ভাড়াটে লোক নিয়ে জমি দখল করতে আসে। তারা বাঁশঝাড় ও দুটি আমগাছ কাটে এবং সদর গেট ও রান্নাঘর ভেঙে ফেলে। খরব পেয়ে বারাদী ক্যাম্প পুলিশ ইনচার্জ এসআই কার্তিক ঘটনাস্থলে যান এবং মীমাংসা করার জন্য উভয়পক্ষকে থানায় ডেকে নেন।
জমির মালিক নাজিমউদ্দিন হালসানার ওয়ারিশগণ বলেন, ৬০-৬৫ বছর ধরে ৩৮ শতক তারা ভোগ করে আসছেন। জমি এখন আমাদের বসতভিটা। এই জমি ভুলবশত মৃত আজিজুল হকের নামে রেকর্ড হয়ে যায়। যা আমরা অনেক দিন পর জানতে পারলাম। তিনি আরো বলেন, এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে।