দর্শনা অফিস: বিশেষ নিয়ামতের আশায় হযরত আলী আ. কাদেরী শামসুল কাদেরী হযরত শাহ সৈয়দ রশিদ আলী মোর্শেদ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল বাগদাদি মেদেনীপুরের ওরশ অনুষ্ঠিত হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি রাতে। পবিত্র ওরশ শরিফে যোগদান করতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার বড় হুজুর পাক কেবলা পরিচালিত মেদেনীপুর বিশেষ ট্রেনটি গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজবাড়ি স্টেশন থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে আসে। দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে এ ট্রেনটি পৌঁছায় রাত সোয়া ১টার দিকে। এবারের যাত্রায় এ ট্রেনে দু হাজার ২৩২ জন যাত্রী ছিলো। এদের মধ্যে ৮শ মহিলা, ১ হাজার ২শ পুরুষ ও ২৩২ জন শিশু যাত্রী রয়েছে। দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে কাস্টমস, ইমিগ্রেশন ও বিজিবির প্রয়োজনীয় কার্যক্রম শেষে ২২ বগি বিশিষ্ট ট্রেনটি গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেদেনীপুরের উদ্দেশে দর্শনা ত্যাগ করে। আল কাদরীর স্মরণে ১১৪তম ওরশ শরিফে তার ভক্ত আশেকানরা ভারতের মেদেনীপুরের উদ্দেশে বিশেষ এ ট্রেনের যাত্রী ছাড়াও বিভিন্ন সীমান্ত পথে যোগদান করেছে হাজার হাজার ভক্ত আশেকান। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে মেদেনীপুর থেকে ফিরে আসা বিশেষ এ ট্রেনটি যাত্রীসহ দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পৌঁছায়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে রাজবাড়ীর উদ্দেশে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা স্টেশন ত্যাগ করেছে ট্রেনটি।