আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা আওয়ামী লীগের দলীয় অফিসে বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিতসভায় একক প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম মণ্টুকে ঘোষণা করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, মফিজ উদ্দিন, ডা. মতিয়ার রহমান, রমজান আলী, ডা. বাবলুর রহমান, রায়হান উদ্দিন, পিন্টু মেম্বার, বাবলুর রহমান, সেন্টু মেম্বার, নিজাম উদ্দিন মোল্লাসহ সকল ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ। সভায় নেতাকর্মীদের হাত হাত রেখে আইজদ্দিন শাহা বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদান করেন।