মেহেরপুরে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়

মেহেরপুর অফিস: মেহেরপুরকে মাদক নিয়ন্ত্রিত জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার হামিদুল আলম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, সাংবাদিক রফিক-উল আলম, তোজাম্মেল আযম, কামারুজ্জামান খান, মহাসিন আলী, মাজেদুল হক মানিক, ফারুক হোসেন, মেহের আমজাদ, রাশেদুজ্জামান, আতাউর রহমান, সাউদ আলী চন্দন, ফজলুল হক মন্টু ও রেজাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মেহেরপুরের সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার হামিদুল আলম বলেন, সব সন্ত্রাসী মাদকসেবী। মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হলে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমে আসবে। আগামী ১ মার্চ থেকে মেহেরপুরকে মাদক নিয়ন্ত্রিত জেলা হিসেবে ঘোষণা করা হবে।