জীবননগরের বাঁকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান

SAMSUNG CAMERA PICTURES

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের দুই শতাধিক হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাঁকা ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশন আরা বেগম প্রধান অতিথি হিসেবে বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চক্ষু বিশেষ্ণজ্ঞ ডা. এমবি আযম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু ও বৃহত্তর বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান। সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সুপারভাইজার বকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু শিবিরকে বাঁকা ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আশরাফুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ সহযোগিতা করেন।

পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি প্রকল্প উদ্যোগে আয়োজিত ফ্রি এ চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষ্ণজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. এমবি আযম দুই শতাধিক হতদরিদ্র রোগীকে চিকিৎসা দেন এবং বিনামূল্যে তাদেরকে ওষুধ প্রদান করেন।