মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে রোধ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে রোধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় ওই ঘটনা ঘটেছে উপজেলার দারিয়াপুর গ্রামে।

জানা গেছে, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আলফাজ হোসেনের ছেলে আব্দুল্লাহ আল সাকিব প্রেম সম্পর্ক গড়ে তোলে একই উপজেলার মোনাখালী গ্রামের ইমান আলীর মেয়ে রিনা খাতুন। গতরাতে তারা বিয়ে করতে দারিয়াপুর ইউনিয়ন কাজি হাসানুজ্জামানের কাছে যায়। কিন্তু বাধ সাধে বরের বয়স নিয়ে। কনের বয়স ১৮ বছর পূর্ণ হলেও বরের বয়স ২১ বছর পূর্ণ হতে ৮ মাস বাকি থাকায় কাজি হাসানুজ্জামান মোবাইলফোনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার দারিয়াপুরে ছুটে যান এবং বাল্যবিয়ে রোধ করেন। তিনি ৮ মাস পরে নিজে উপস্থিত থেকে বিয়ে পড়িয়ে দেবেন বলে বর-কনেকে আশ্বস্ত করেন।

 

Leave a comment