আলমডাঙ্গায় ভারতের ৬ সদস্যের প্রতিনিধি দল সাইকেল ভ্রমণে

আলমডাঙ্গা প্রতিনিধি: ভারতের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সাইকেল ভ্রমণে বাংলাদেশের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পালন উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার উদ্দেশে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে পৌঁছায়। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ তাদের অভ্যর্থনা জানান। ৬ সদস্যের প্রতিনিধি দলে টিম লিডার হিসেবে দায়িত্বে আছেন কলকাতার সরজিৎ রায়। উপজেলা ভাইস চেয়ারম্যনের কক্ষে এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। টিম লিডার জানান আমরা গত ১৪ তারিখে কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে যাত্রা শুরু করি। ভারতের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘১০০ মাইলস’, ‘ফ্রেন্ডলুক’ ‘কেপিসি মেডিকেল কলেজ, ‘ভাষা সূত্রের উদ্যোগে কলকাতা থেকে বারাসাত হয়ে দত্তফুলিয়া হয়ে ১৬ তারিখে গেদে বর্ডার দিয়ে বাংলাদেশের দর্শনায় প্রবেশ করে। গতকাল চুয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গা উপজেলা চত্বরে পৌঁছায়। তারা জানায় ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে একইভাবে ভাষা দিবস উপলক্ষে তারা বাংলাদেশে এসেছিলো। ৬ সদস্যের ভারতের প্রতিনিধি দল গতকালই কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। তারা রাজবাড়ী হয়ে ২১ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছাবে।