মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষকের অর্থ ফাঁকির তথ্য ফাঁস : শুরু হয়েছে তদন্ত

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক আকবার হোসেনের অর্থ ফাঁকির তথ্য প্রকাশ হওয়ায় স্বাস্থ্য দফতর গত ১৬ ফেব্রুয়ারি থেকে তদন্ত শুরু করেছে।

জানা গেছে,  ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক ৩য় শ্রেণির কর্মচারী হয়েও চতুর্থ শ্রেণির এক কর্মচারীর নামে বরাদ্দকৃত একটি বাসায় বসবাস করে। এতে তিনি প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে। রিপোর্টটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হলে গত ১৬ ফেব্রুয়ারি তদন্ত শুরু হয়। তদন্তকারী কর্মকর্তারা হলেন- কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার প্রভাশ কুমার দাস ও প্রধান সহকারী আক্তার উদ্দীন। ডাক্তার প্রভাশ কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্তধীন আছে। এখনই সবকিছু বলা সম্ভব হচ্ছে না।