আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী রহস্যজনকভাবে উধাও

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ঘোষবিলা গ্রামের এসএসসি পরীক্ষার্থী আবির হাসান ৩ দিন ধরে রহস্যজনকভাবে উধাও। গত ১৪ ফেব্রুয়ারি রোববার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষা দিতে এসে আর বাড়ি ফেরেনি সে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মন্টুর ছেলে আবির হাসান ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত রোববার পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে আলমডাঙ্গা আসে। পরীক্ষা শেষে আর বাড়ি ফেরেনি। প্রতিদিন আবির হাসান একই গ্রামের তার সহপাঠী দুটি মেয়ে পপি ও লিমার সাথে পরীক্ষা দিতে এমনকি প্রতিদিন একসাথে স্কুলেও যেতো। পরীক্ষা শেষে তারা দুজন আবির হাসানের জন্য অপেক্ষা করেও যখন আর তাকে পায়নি, তখন  পপি ও লিমা বাড়ি চলে যায়। রোববার দুপুর থেকে আবির হাসান বাড়িও ফেরেনি। আবির হাসানের মা নেই, বাবা মালয়েশিয়া প্রবাসী। সে দাদীর নিকট থেকে লেখাপড়া করে। গত দু দিন ধরে তাকে সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। এবিষয়ে আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave a comment