মেহেরপুরের বুড়িপোতাবাসীর বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি পেশ নেশাখোর তাড়িয়ে মাদক থেকে যুবসমাজ রক্ষার দাবি

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বস্থ হযরত শাহ সুফী বাগু দেওয়ান ওলির পবিত্র মাজার শরীফ হতে মাদকাসক্তদের বিতাড়িত ও মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে মাজার শরীফসহ যাবতীয় সম্পদ গোভীপুর জামে মসজিদের নিয়ন্ত্রণে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল হয়।  মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামালের নেতৃত্বে বিভিন্ন দাবি সম্বলিত একটি মিছিল গোভীপুর গ্রাম হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল, দরগা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উমেদীন আলী মাস্টার, সাধারণ সম্পাদক ডা. এম শাজাহান শান্ত, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, আকবর আলী মাস্টার, আলী রেজা বিচু, মাসুম রেজা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাগু দেওয়ান দরবার শরীফ নামের যে ভূয়া আস্তানা বা আখড়া এক শ্রেণির মাদকসেবীরা তৈরি করেছিলো সেই স্থানে আর মাদক সেবন ও মাদক বিক্রি করতে দেয়া হবে না। বক্তরা দাবি করেন ওই জমির প্রকৃত মালিক বাগু দেওয়ান মৃত্যুর আগে গোভীপুর গ্রামের মুসলমানদের ধর্মীয় কাজ ও গ্রামের উন্নয়নে ব্যবহারের জন্য গ্রামের দুজন মাতব্বর খোকন মণ্ডল ও চাঁদ মণ্ডলের নামে রেকর্ড করে দেন। পরে শাহ জামালের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।