স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পল্লি তিয়রবিলা পুলিশ ফাঁড়ির কনস্টেবল বিল্লাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গতপরশু রাত সাড়ে ৮টার দিকে থাপ্পড় মেরে আলমসাধু চালক শরিফুল ইসলামকে সংজ্ঞাহীন করার ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সূত্র এরকমই তথ্য দিয়ে বলেছে, থাপ্পড়ে অসুস্থ হয়ে পড়া শরিফুল সুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে নিজ বাড়ি তিয়রবিলা বাগানপাড়ায় ফিরেছে। এর আগে চুয়াডাঙ্গা পুলিশের পদস্থ কর্মকর্তাদের কয়েকজন গতকাল সকালেই হাসপাতালে শরিফুল ইসলামকে দেখতে যান। ঘটনার বর্ণনা শোনেন।