আলমডাঙ্গার চিৎলা ইউপি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউপির আয়োজনে ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিৎলা-রুইথনপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়মাঠে ইউনিয়ন পর্যায়ে আতঃপ্রাথমিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ১৪নং চিৎলা ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ৩১নং চিৎলা-রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে গতকাল সকাল ১১টার দিকে চিৎলা-রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিৎলা-রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি আবুবক্কর সিদ্দিক, সিএইসআর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশাদুল হক, আরিফ হোসেন মল্লিক, মিজানুর রহমান, হাবিবুর রহমান, ইন্তাদুল, শফিউল ইসলাম, আব্দুল বারী, চিৎলা-রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা, গোকুলখালী সর.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. শাহাবুল হক, কয়রাডাঙ্গা সর.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, আইন্দিপুর সর.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা খাতুন, হাপানিয় সর.প্রাথ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান,  কুলপালা সর.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা মালিক, নওদা হাপানিয়া সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীসহ সকল বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্যগণ ও ইউনিয়নের পরিষদের সদস্যবৃন্দ। প্রধান অতিথিসহ সকল অতিথিগণ ক্রীড়া, সংস্কৃতি ও চিত্রাঙ্কনসহ মোট ৪৮টি ইভেন্টে আংশগ্রহণ করা ১ম, ২য়, ৩য় স্থানে বিজয়ী ১৪৪ জন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন।