দামুড়হুদায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ছাড় : এজেন্টদের প্রতি বেশি টাকা কর্তনের অভিযোগ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দীর্ঘ প্রতীক্ষার পর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ছাড়া হয়েছে। এ সংক্রান্তে ডাচবাংলা ব্যাংক কর্তৃক গতকাল রোববার থেকে মোবাইলফোনে ম্যাসেজের মাধ্যমে  জুলাই-২০১৪ থেকে জুন-২০১৫ পর্যন্ত মোট দু কিস্তির ১৩২০ টাকা পাঠানো শুরু করেছে। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আছে তাদের মোবাইলফোনে এ সংক্রান্তে ম্যাসেজ আসা শুরু হয়েছে। ইতোমধ্যেই কয়েকজন টাকা তুলেছেন বলেও তিনি জানান। তিনি আরও বলেন, যে সমস্ত অভিভাবক বা শিক্ষার্থীদের এ বিষয়ে বুঝতে সমস্যা মনে হবে তাদেরকে নিকটস্থ এজেন্টদের কাছে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। তিন কিস্তির মধ্যে দু কিস্তির মোট ১৩২০ টাকার মধ্যে হাজারে ৯ টাকা হারে কর্তন হবে। ফলে শিক্ষার্থীরা নগদে ১৩০৮ টাকা পাবে। বাকি এক কিস্তির টাকাও একইভাবে পরবর্তীতে পাওয়া যাবে। এদিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল সংলগ্ন এজেন্ট হাসান লাইব্রেরি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কর্তন করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।