স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার কোষাঘাটায় আলমসাধু দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মাছব্যবসায়ী কালাম মণ্ডল (২৮), একই গ্রামের শ্রী পশুর ছেলে চন্দ্র (২২), ঝিনাইদহ মহেশপুর উপজেলার ডাকাত গ্রামের ফজলুল হকের ছেলে আলমসাধুচালক তাইজেল (৩৫), একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী রেবেকা খাতুন (৪০) ও সাদ্দাম আলীর স্ত্রী রহিমা খাতুন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল সকালে আলমসাধুযোগে মাছব্যবসায়ী কালাম মণ্ডল ও চন্দ্রসহ অন্য ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা মাছের আড়ত পট্টিতে মাছ বিক্রি করে বাড়ি জীবননগর ফিরছিলেন। তারা দামুড়হুদা উপজেলার কোষাঘাটা বন্ড ব্রিকসের কাছে পৌঁছুলে অপর একটি আলমসাধু যাত্রী নিয়ে মুজিবনগরের দিকে দ্রুত বেগে যাওয়ার সময় অতিক্রম করতে গেলে ধাক্কা লেগে মাছব্যবসায়ীদের আলমসাধু উল্টে যায়। এতে মাছ ব্যবসায়ী কালাম মণ্ডল ও চন্দ্র গুরুতর আহত হন। এছাড়া অপর আলমসাধু থেকে ছিটকে পড়ে চালক তাইজেল, রেবেকা খাতুন ও রহিমা খাতুন গুরুতর আহত হন। রেবেকা খাতুনের মাথায় ও ডান পায়ে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের চারজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এছাড়া তাইজেলকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।