মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কেদারগঞ্জ বাজারের পার্শ্বের কমপ্লেক্সের নির্ধারিত জায়গায় আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল।
আড়াই কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট কমপ্লেক্সটি নির্মাণ করছে মেহেরপুর এলজিইডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ও এলজিইউডি মেহেরপুর উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।