মাথাভাঙ্গা মনিটর: ১২তম সাউথ এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ ফুটবল দলের ফাইনালে উঠার পথে বাধা ভারত। কাকতালীয় হলেও নারী ও পুরুষ উভয় ফুটবল দলের ক্ষেত্রেই এটা সত্য। ফাইনালে উঠার লড়াইয়ে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দল। শনিবার প্রথমে নামবে পুরুষ ফুটবলাররই। স্বাগতিক ভারতের বিপক্ষে দুপুর ২টায় ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো কোচ গঞ্জালো মরেনো সানচেজের চিন্তা কিছুটা বেশি।
তবুও সেমিফাইনালে বাংলাদেশকেই ফেভারিট মানছেন স্প্যানিশ এ কোচ। তবে প্রতিপক্ষ হিসেবে ভারত যে কঠিন দল, সেটা মানতেও সময় নিলেন না। সেমিফাইনালের সিড়িতে পা রাখলেও শিষ্যদের পারফরম্যান্স এখনো মন ভরাতে পারেনি মরেনোকে।