চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান চৌধুরীসহ ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মুন্সি খোকন ও সংরক্ষিত কাউন্সিলর শাহিনুর আক্তার রুবিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডবাসী আয়োজিত সুমিরদিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা খাইরুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছাড়াও উপস্তিত ছিলেন ডা. আখের আলী, ওয়াস উদ্দিন শেখ, ফজলুল হক, নুর হোসেন, ডা. নজরুল হোসেন, রেজাউল হোসেন, মাহবুব হোসেন, আসাদুল হক টোটন, মাসুদ রানা, ডা. মিলন, আব্বাস উদ্দিন, সাইদুর, ধুলন, মজিবর, শমসের, দুখু, আছের মাসুম, সোহেল রানা, সাজ্জাদ, তুহিন, ফয়সাল, রুবেল, তারেক, আয়ুব আলী, কাজল, শুকুর আলী গেরিলা, বাবু, মাদার, তরিকুল, আসান, ঠাকুর, মফি, তোতা, ছাত্রলীগ নেতা জানিফ, সাহান, হাফিজ, বিপ্লব প্রমুখ।
সংবর্ধিত প্রধান অতিথি মেয়র জিপু চৌধুরী পৌরবাসীর উদ্দেশে বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। সময় মতো পৌর ট্যাক্স পরিশোধ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন ও উন্নয়নে অংশীদার হোন। তিনি তার বক্তৃতায় মহিলা কলেজ থেকে সুমিরদিয়া পর্যন্ত ড্রেন ও বুজরুকগড়গড়ি মাদরাসা থেকে রায়পুকুরপাড়ার পর্যন্ত এবং গোরস্তানের রাস্তাসহ এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। প্রেসবিজ্ঞপ্তি।