ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে কার্পাসডাঙ্গা কলেজমাঠে কোমরপুর সান রাইজ ক্লাবের আয়োজনে দামুড়হুদা উপজেলার চাঁদপুর সুপার কিং ও আরামডাঙ্গা ইয়াং স্টার ক্লাব অংশগ্রহণ করে। টসে জিতে আরামডাঙ্গা ইয়াং স্টার ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চাঁদপুর সুপার কিং ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। ১৭৯ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে আরামডাঙ্গা ইয়াং স্টার ক্লাব ১৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। আরামডাঙ্গা ইয়াং স্টার ক্লাব ৮৬ রানে পরাজিত হন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চাঁদপুর সুপার কিং খেলোয়াড় কুতুব আলী। ম্যাচসেরা হন বিপ্লব হোসেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন ও ফারুক হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান কচি ও সম্পাদক সানাউল কবির শিরিন।