আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বইমেলা-২০১৬’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে ফরায়েজি কম্পিউটারস-এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে কবি মামুন খন্দকারকে আহ্বায়ক, গল্পকার পিন্টু রহমানকে সদস্য সচিব এবং আতিকুর রহমান ফরায়েজীকে কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় আ.ফ.ম, সিরাজ সামজী, খ. হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মন্টু, রহমান মুকুল, আনেয়ার রশীদ, ওমর আলী মাস্টার, আরশাদুল আলম মন্টু। নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয় কহন কুদ্দুস, আসিফ জাহান, আলম জাকারিয়া, গোলাম রহমান চৌধুরী, মোস্তাফিজ ফরায়েজী জেরী, এইচআর জীবন, মানোয়ার হোসেন, হারুন অর রশীদ, শাহরিয়ার জাহাঙ্গীর, রাশেদ কিরণ, মুক্ত সানতারা প্রমুখ। এ সমসয় আরও উপস্থিত ছিলেন অন লাইন সাম্প্রতিকী ডট কম পত্রিকার সহবার্তা সম্পাদক শরিফুল ইসলাম, মাহফুজ আহমেদ, আব্দুল আলীম, এএইচ ফরায়েজী, রাকিব উদ্দিন রনি, মাহফুজুর রহমান, জুয়েল, জাকারিয়া শুভ্র, শেখ রানা, নাজমুল ইসলাম, আশিকুর রহমান ফরায়েজী, খাইরুল ইসলাম, রাসেল রানা, শামসুর রহমান ফরায়েজী, সোহেল রানা, ইমরান হোসেন। কমিটি গঠন অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে ২১, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী বইমেলা উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।