মেহেরপুর বাগু দেওয়ান ওলি দরবার শরীফ এলাকায় গাছের চারা রোপণ উদ্বোধন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত পীর বাগু দেওয়ান ওলি দরবার শরীফ এলাকায় গাছের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোভীপুর গ্রামবাসীর পক্ষে মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব ওই গাছের চারা রোপণ উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামাল, দরগাহ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উমেদীন আলী, সাধারণ সম্পাদক ডা. এম শাহজাহান শান্ত, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাঠ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মাসুম পারভেজ প্রমুখ। এ সময় এক আলোচনায় পীর বাগু দেওয়ান ওলি দরবার শরীফ কমিটির সাধারণ সম্পাদক ডা. এম শাহজাহান শান্ত বলেন- বাগু দেওয়ান মৃত্যুর পর এলাকার মানুষ বলতে পারেনি তাকে কোথায় কোন স্থানে সমাধিস্থ করা হয়। কিন্ত কতিপয় মাদকসেবী ওই এলাকায় বাগু দেওয়ানের ভুয়া কবর বানিয়ে পূজা অর্চনাসহ মাদকের আস্তানা বানিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতো। যা যুব সমাজকে ধ্বংস করছিলো। তাই গোভীপুর গ্রামবাসী মাদকসেবীদের ওই স্থান থেকে উচ্ছেদ করেছে। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।

 

Leave a comment