স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রথম বিভাগ ক্রিকেট লিগে সবুজ সংঘ ৩ উইকেটে সিটি বয়েজ ক্লাবকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত গতকালের ম্যাচে প্রথমে ব্যাটিং করে সিটি বয়েজ ক্লাব ১৫৬ রানে অলআউট হয়। জবাবে সবুজ সংঘ ৪১ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের ফরহাদ সর্বোচ্চ ৭০ রান করে। আজ একই মাঠে মুন্সিগঞ্জ সংহতি সংঘ মুখোমুখি হবে সুপার স্টার ক্লাবের বিপক্ষে।