তামিমের পরিবর্তে এশিয়া কাপে ইমরুল

স্টাফ রিপোর্টার: ঘরের মাঠে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। কিন্তু সন্তানের পাশে থাকবেন বলে দলে থাকছেন না তামিম ইকবাল। তার সন্তান ভূমিষ্ঠ হবার সম্ভাব্য তারিখ ২ মার্চ। তাই বর্তমানে বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালকে ছাড়াই এশিয়া কাপ খেলতে নামবে বাংলাদেশ। আর তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই থাকা ইমরুল কায়েস।
তামিমের জায়গায় সুযোগ পাওয়া ইমরুলের টি-টোয়েন্টি ক্যারিয়ার খুব বেশি উজ্জ্বল নয়। ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৫৩। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন এই বাঁহাতি ওপেনার। তিনশোর বেশি রান করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই নাম্বারে। বিপিএলে অসাধারণ নৈপুণ্য দেখানোর পুরষ্কার হিসেবেই এশিয়া কাপে তার অন্তর্ভুক্তি। এর আগে ২০১৫ বিশ্বকাপেও আনামুল হক বিজয়ের ইনজুরিতে ডাক পেয়ে সেখানেও দেখান অসাধারণ নৈপুণ্য। এ ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে খেলেন ৭৬ ও ৭৩ রানের ইনিংস। এদিকে, বিসিবি সূত্রে জানা গেছে শেষ দিকে এসে হলেও এশিয়া কাপে খেলতে চেয়েছিলেন তামিম। তবে এরকম অনিশ্চিত পরিস্থিতিতে তাকে দলে রাখতে রাজি নন কোচ হাতুরুসিংহে। এর আগে দেশের মাটিতে ২০১৪ এশিয়া কাপেও ইনজুরিজনিত কারণে খেলতে পারেননি বাঁ-হাতি মারকুটে এই ওপেনার।