জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারের মেসার্স মিশুক ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিদ্যুতের শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী ও এলাকার লোকজনের চেষ্টায় ফার্মেসি রক্ষা পেলেও পাশের একটি খড়ের গাদা পুড়ে গেছে। দমকল কর্মীরা জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
জামজামি বাজারের ডা. সাদ আহমেদের মেসার্স মিশুক ফার্মেসিতে বেলা ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফার্মেসির পেছনের কক্ষে রক্ষিত খড়ের গাদায় আগুন লেগে যায়। এতে কয়েক লাখ টাকার খড় পুড়ে যায়। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মখলেছুর রহমান জানান, এলাকাবাসীর সহযোগিতায় তারা আগুন নেভান। ডা. সাদ আহমেদ জানান অগ্নিকাণ্ডে তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।