খবর:(মেহেরপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে ৩ বখাটের জেল)
বেড়ায় রোডে বিড়ি ফুঁকে
দিয়াশলাই ঠুকে ঠুকে
দুধের মাছি ওদের মুখে
বাপের খেয়ে আছে সুখে।
লোকের পিছে বেড়ায় ঘুরে
ঢুলে ঢুলে ছন্দ সুরে
খাচ্ছে সমাজ কুরে কুরে
থাকে ওরা উজুলপুরে।
ঘোরে মজার শব্দ তুলে
বললে কিছু ওঠে ফুলে
করতে হবে আঘাত মূলে
সব কিছু যাক ভুলেটুলে।
_আহাদ আলী মোল্লা।
09.02.2016