সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার যৌতুক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শঙ্করচন্দ্রের সুমনকে (৩০) গ্রেফতার করেছে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আজিজুল হক ও এএসআই হাদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শঙ্করচন্দ্র ছয়ঘরিয়া রাস্তার তেমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করেন। সুমন শঙ্করচন্দ্র গ্রামের আলা ফকিরের ছেলে। সুমনের বিরুদ্ধে একটি মামলা সাজাসহ ২টি মামলায় কোর্টের গ্রেফতারি আদেশ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাকে গতকাল রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।