গাংনী প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়নে মেহেরপুর গাংনী মহিলা ডিগ্রি কলেজের নতুন দ্বিতল একটি একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য কলেজ পরিচালনা পর্যদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে কলেজ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় এ কলেজটির প্রয়োজনে নতুন এ ভবন নির্মাণ করা হচ্ছে। কলেজটির উন্নয়নে যথাসাধ্য চেষ্টা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক ষোলটাকা ইউপি চেয়ারম্যান আয়ূব আলী, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুরজাহান বেগম, শহীদ স্মৃতি পাঠগারের সহসভাপতি ইয়াসিন রেজা, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান শিপু। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। বাস্তবায়ন করছে শিক্ষা পকৌশল অধিদফতর।