স্টাফ রিপোর্টার: ৫০ হাজার ডলারে পিএসএল’র দল লাহোর কালান্দারে সুযোগ পেয়েও কাঁধের ইনজুরির কারণে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে তরুণ এ সেনসেশনের জন্য আসলো আরো বড় সুখবর, বাঁহাতি এই ফাস্ট বোলারকে ১ কোটি ৪০ লাখ রুপিতে কিনে নিয়েছে আইপিএল এর দল সানরাইজার হায়দরাবাদ। মাশরাফি বিন মুর্তাজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পরে মাত্র পঞ্চম বাংলাদেশি হিসেবে এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে জায়গা করে নিলেন মুস্তাফিজ।
সান টিভি নেটওয়ার্কের মালিকানাধীন এ ফ্র্যাঞ্চাইজির কোচ টম মুডি ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজুর সানরাইজার্স এ সুযোগ পাওয়ার সাথে সাথে মুশফিকুর রহিম ফেসবুক এক পোস্টে তাকে অভিনন্দন জানান। পোস্টে তিনি বলেন, অভিনন্দন আমাদের সুপারস্টার মুস্তাফিজুর রহমান! দ্বিতীয় আরেকটি পোস্টে বলেন, মুস্তাফিজকে ১.৪০ কোটি রূপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তোমার জন্য আমি অনেক খুশি, এটা তোমার প্রাপ্য। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসানকে ধরে রেখেছে কোলকাতা নাইট রাইডার্স। এজন্য শাহরুখ খানের এ ফ্র্যাঞ্চাইজিকে খরচ করতে হবে ২ কোটি ৮০ লাখ রূপি।