মাথাভাঙ্গা মনিটর: আগের ম্যাচে দাপুটে ক্রিকেট খেলা সাকিব আল হাসান ব্যর্থ হলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। পাকিস্তান সুপার লিগে (পিএএলএল) তার দল করাচি কিংস হেরেছে ৮ উইকেটে। গতকাল শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করে করাচি। সপ্তম ওভারে ক্রিজে আসা সাকিব ১৩ বলে করেন ১৭ রান। মোহাম্মদ নবির বল এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। রবি বোপারার ৪০ ও শোয়েব মালিকের ৩৭ রানের দুটি ইনিংসে দেড়শ রানের কাছাকাছি যায় করাচির সংগ্রহ। কোয়েটার নবি ও আনোয়ার আলি দুটি করে উইকেট নেন।
জবাবে ১৭ ওভার ২ বলে দু উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কোয়েটা। লুক রাইটের (৪৭) সাথে আহমেদ শেহজাদের ৯২ রানের উদ্বোধনী জুটি কোয়েটাকে জয়ের ভিত গড়ে দেয়। শেহজাদ খেলেন ৪১ বলে ৬৩ রানের এক ঝড়ো ইনিংস। সরফরাজ আহমেদকে নিয় বাকি কাজটুকু সহজেই সারেন কেভিন পিটারসেন (১৭ বলে ২৯*)। বোলিংয়ে এদিন ভালো করতে পারেননি সাকিব। ৪ ওভার ৪৩ রান দিয়ে শেহজাদের উইকেট নেন তিনি।