মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শেষে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অনারী ক্যাপ্টেন মো. আব্দুল মালেক সভাপতি ও সার্জেন্ট মো. কুতুবউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মরহুম আব্দুল হামিদ খানের বাসভবন চত্বরে ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন অনারী ক্যাপ্টেন আব্দুল মালেক, ওয়ারেন্ট অফিসার মোরতজা আলী, সার্জেন্ট কুতুবউদ্দিন প্রমুখ। পরে সেখানে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, যুগ্মসম্পাদক ল্যান্স নায়েক কর্পোরাল জাহাতাব আলী, সাংগাঠনিক সম্পাদক সার্জেন্ট আব্দুল মান্নান, অর্থ সম্পাদক সার্জেন্ট নাজিম উদ্দিন, দফতর সম্পাদক কর্পোরাল আমজাদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক কর্পোরাল মফিজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সার্জেন্ট আনোয়ার হোসেন, কুঠির শিল্প সম্পাদক অবসর প্রাপ্ত সৈনিক মরহুম গোলাম মুর্ত্তাজার স্ত্রী গোলাম আছিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক ওয়ারেন্ট অফিসার শাহিনূর রহমান, গণশিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট মহিবুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈনিক সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কর্পোরাল আবুল বাশার, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাবিলদার শহিদুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কর্পোরাল আব্দুল হামিদ, চিকিৎসা বিষয়ক সম্পাদক সার্জেন্ট সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকবর আলী ও নির্বাহী সদস্য কর্পোরেল নাসিরউদ্দিন।