রাজধানীর ধানমণ্ডির একটি বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে মন্নুজান (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়ির নিচতলায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত দুটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে ঢামেক সূত্রে জানা গেছে, ওই ভবনের ৮ম তলার মন্নুজান বেগম নামের এক নারী ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে রবিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।