দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডিএসসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬টি দলের নিলাম অনুষ্ঠিত হয়। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবুল হাশেম, রাশেদুল ইসলাম, হাসান আলী, আব্বাস আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এমরাজ উদ্দীন খোকন, রাজধানী গার্মেন্টেসের স্বত্তাধিকারী আ. হাকিম, হায়দার আলী, ইপ্তি জুয়েলার্সের স্বত্বাধিকারী ইমান আলী, সেনেটারি হাউজের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম রশিদ, মডার্ন সু গার্ডেনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, রোমানা পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী আ. রশিদ, পিয়াশ অটোর স্বত্বাধিকারী আ. মমিন, মাহফুজুর রহমান জনি, জনপ্রিয় বীমার ছোটনসহ প্রমুখ। নিলামে মোট ৯টি প্রতিষ্ঠান নাম লেখালেও সর্বোচ্চ দরে ৬টি প্রতিষ্ঠান দলের মালিক হন। ৬টি দলের মধ্যে বনানী বুল্সকে সর্বোচ্চ ১০ হাজার ৮শ টাকায় কিনে নেন জনপ্রিয় বীমার পক্ষে ছোটন, এরপর ২য় সর্বোচ্চ হিসেবে দুরন্ত দশমীকে জনি সাড়ে ৯ হাজার টাকায়, উল্কা সুপারস্টারকে মডার্ন সু গার্ডেন এ- এসএ ফ্যাশন ৭ হাজার টাকায়, কিংস নওজোয়ানকে সেনেটারি হাউজ ৫ হাজার ৬শ টাকায়, মাথাভাঙ্গা রয়েল্সকে ইউপি সদস্য হাসান আলী ও ইমান আলী ৫ হাজার ২শ টাকায় এবং গুলশান ওয়ারিয়ার্সকে এমরাজ উদ্দীন খোকন ৫ হাজার ২শ টাকায় কিনে নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামিম খাঁন। সার্বিক সহযোগিতায় ছিলেন শাহিন।