জীবননগর ব্যুরো: ব্র্যাক ও চ্যানেল আই আয়োজিত ‘তারাই তারাই নৃত্য, প্রতিযোগিতায় অংশ নিয়ে সাউদিয়া রহমান সাফা জাতীয় পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব আর্জন করেছে। চুড়ান্ত পর্যায়ের এ নৃত্য প্রতিযোগিতা গত শুক্রবার ধানমন্ডির রবীন্দ্র শরোবরে অনুষ্ঠিত হয়। নৃত্যে অসামান্য এ কৃতিত্ব অর্জনকারী সাফা জীবননগরের সাংবাদিক কাজী সামসুর রহমান চঞ্চলের মেয়ে।
ব্র্যাক ও চ্যালেন আই আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে সাউদিয়া রহমান সাফা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পায়। গত মাসের ২ জানুয়ারি হতে ধানমন্ডির রবীন্দ্র শরোবরে দেশের সেরা প্রতিযোগিদের নিয়ে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বের বিভিন্ন নৃত্যু প্রতিযোগিতায় সাফা কৃতিত্ব দেখিয়ে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে নৃত্যে সে দেশ সেরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। নৃত্যে অসামান্য কৃতিত্ব অর্জনকারী সাফা শাপলাকলি আদর্শ বিদ্যাপীঠের ৫ম শ্রেণির ছাত্রী শাপলাকলিপাড়ার সাংবাদিক কাজী সামসুর রহমান চঞ্চল ও তানিয়া রহমান দম্পতির জ্যৈষ্ঠ কন্যা।