ডিঙ্গেদহ প্রতিনিধি: নবগঠিত চুয়াডাঙ্গা জেলা জাসদের পরিচিতি সভা গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা জাসদের সভাপতি এম সবেদ আলী বলেন পাকিস্তানের প্রেতাত্মারা বেগম খালেদা জিয়ার মাথায় ভর করেছে। মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য পাকিস্তানিদের ভাষায় কথা বার্তা বলছে এবং দেশের বিরুদ্ধে গভীর যড়যন্ত্র শুরু করেছে। জামাত বিএনপির সকল যড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাসদের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। জেলা জাসদ নেতা আনিসুজ্জামান জম’র উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড, আকসিজুল ইসলাম রতন, সহসভাপতি আ. রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম লুল্লু, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, দফতর সম্পাদক শফিউর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লাভলু রহমান প্রমুখ।