স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ কাজেম আলী (৮০) গুরুতর জখম হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে আকুন্দবাড়িয়া গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে কাজেম আলী ভালাইপুর বাজারে যাওয়ার উদ্দেশে আলুকদিয়া বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভ্যানের উঠার জন্য রাস্তা পার হতে গেলে মেহেরপুরের দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।