করিম ঝড়ে প্লেট সেমিফাইনালে আফগানিস্তান
স্টাফ রিপোর্টার: ফিজিকে ২২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লেট পর্বের সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগান ওপেনার করিম জানাতের ১৫৬ রানের ওপর ভর করে নির্ধারীত ৫০ ওভারে ৩৪০ রান সংগ্রহ করে আফগানিস্তান। ১৩২ বলে ১২টি চার আর ৬টি ছয়ে ১৫৬ রান করেন জানাত। পারভেজ মালাকজাই করেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান। ৬৯ বলে ৬টি চার আর দুটি ছক্কায় এই রান করেন তিনি।
তবে শুরুর গল্পটা কিন্তু ভিন্ন ছিল। মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিলো আফগানিস্তান। সেখান থেকে করিম ও মালাকাজাইয়ের ১৩০ রানের চতুর্থ উইকেট জুটিটা আফগানদের বড় রানের ভিত গড়ে দেয়। এরপর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের সাথে ৪৭, ৪৩, ৪০ রানের জুটি গড়ে দলের রানটা তিনশ পার করান করিম। ৪৭ ওভারের তৃতীয় বলে ভিয়েটাচিনির বলে আউট হয়ে ফিরে আসেন করিম জানাত। ফিজির হয়ে তিনটি উইকেট নেন পেনি ভুনিওয়াকা। এছাড়া দুটি উইকেট তুলে নেন ভিয়েটাচিনি। ৩৪১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে বসে ফিজি। দলীয় ৮ রানে ভিয়াটচিনির উইকেট খোয়ায় ফিজির যুবারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১১৪ রানেই গুটিয়ে যায় ফিজির ইনিংস। সর্বোচ্চ ২৯ রান করেন জোসাইয়া। ২৫ রান করেন কোকোভাকি। আফগানদের হয়ে নিজাত মাসুদ ও রশিদ খান নেন তিনটি করে উইকেট। এছাড়া মুসলিম মুসা এবং জহির খান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।