স্টাফ রিপোর্টার: কৃষি সম্প্রসারণ অধিদফতরের নিয়োগ পরীক্ষায় একজনের পরিবর্তে আরেকজন (প্রক্সি) দিতে গিয়ে ৮০ জনকে আটক করে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। পরে তাদের মধ্যে ৭০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষাথী রয়েছেন। গতকাল শুক্রবার তাদের কারাদণ্ড দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা থেকে এই নিয়োগ পরীক্ষা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয়। এরপর মূল পরীক্ষার্থীর পরিবর্তে অন্য পরীক্ষার্থী দেখে হল পরিদর্শকরা বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে। পরীক্ষা শেষ হলে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের সামনে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করে ৭০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেন। ১০ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।