মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কিন্ডারগার্টেন প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
অধ্যক্ষ জানে আলমের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিচালক শ্রী ননী গোপাল ভট্টাচার্যসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, শ্রী মনা বোস প্রমুখ।