আর্ন্তজাতিক মাতৃভাষা ও ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। এ উপলক্ষ কলেজ প্রাঙ্গণে মিছিল শেষে আলোচনাসভার আয়োজন করে। কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপিত্বতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানি হাসান তারেক, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, শিক্ষা ও পাঠ্য চক্র সম্পাদক শাহাবুল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদস্য খালিদ মাহমুদ, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, জীম, পৌর ছাত্রলীগের শিমুল লস্কর, বেজীও, রানা, আশিক, রিস্তাক, অয়ন জোয়ার্দ্দার, বরকত জোয়ার্দ্দার, বাপ্পি, অভি জোয়ার্দ্দার, ইস্রাইল, মোমিন, জুয়েল, আলিফ নূর, আসাদ, মালেক, রকন সিকদার আলাহিম, মুন্না, টোকন, মাসুম, রাকিব, মিরাজ, বশির, সোহাগ, নাঈম, মামুন, বিও, আতিক, রাসেল, সুইট, তারিক, সাহেব, নাজিবুল, মানিক, প্রান্ত, ক্যাব, তামিম, রোমেল, শোভন, রাজু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এ মাসে আমাদের মাতৃভাষা বাংলার জন্য ৫২’র ভাষা আন্দোলনে যে সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছাত্রলীগ এমন একটি সংগঠন যা এশিয়া মহদেশের প্রাচীনতম। এ গঠনতন্ত্র বাইরে কেউ ছাত্রলীগ সেজে কাজ করতে পারবে না। তিনি আরও বলেন, কোনো ইউনিটের যদি মিছিল মিটিং করতে হয় তাহলে সেই ইউনিটের সভাপতি/সম্পাদকের সম্মতি না থাকলে সেটা বা তারা জানেনা উপস্থিত না থাকলে সেটা সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক এবং গঠনমন্ত্রের বিরুদ্ধাচারণ করা হবে। যা সংগঠনের সুনাম নষ্ট করবে, আপনারা যারা ছাত্রলীগ করছেন অবশ্যই ছাত্রলীগের নিয়মনীতি শৃঙ্খলা বজায় রাখবেন। তা না হলে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান হিমেল। প্রেসবিজ্ঞপ্তি।