ভ্যালেন্সিয়াকে ৭ গোলে উড়িয়ে দিলো বার্সা

মাথাভাঙ্গা মনিটর: লুইস সুয়ারেজের চারটি ও লিওনেল মেসির তিন গোলে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের এই জয়ে ফাইনাল একরকম নিশ্চিতই হয়ে গেল লুইস এনরিকের দলের।
ঘরের মাঠে শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে বার্সেলোনা। শুরুটা করেন দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেজ, গোলটিতে দারুণ অবদান ছিলো নেইমারের। মাঝ মাঠে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে ব্রাজিল অধিনায়ক অনেকটা দৌড়ে ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়া সুয়ারেজকে পাস দেন। আর দারুণ কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। পাঁচ মিনিট বাদে দলকে আবারও উল্লাসে ভাসান সুয়ারেজ। ডি বক্সের বাইরে থেকে সার্জিও বুসকেটস বল বাড়ান অ্যালেক্স ভিদালকে, গোললাইনের কাছ থেকে তার ব্যাকপাস পেয়ে ১০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার। দ্বিগুণ ব্যবধানে এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা, প্রতিপক্ষের রক্ষণে ক্রমেই চাপ বাড়াতে থাকে তারা। দ্রুত ফলও পেয়ে যায়, স্কোরশিটে নাম লেখান লিওনেল মেসি। আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বলে ডি বক্সের মাথায় আর্জেন্টিনা অধিনায়কের উদ্দেশে আলতো ফ্লিক করেন নেইমার, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা তারকা।