পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচে ১ উইকেট ও হাফসেঞ্চুরিতে বাজিমাৎ করেছেন সাকিব আল হাসান। বোলিংয়ে নিজের প্রথম ওভারে উইকেট পাওয়ার পর ব্যাট হাতে সফল এই অলরাউন্ডার নিজের দল করাচি কিং-কে ৭ উইকেটের জয় এনে দেয়। ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেয় করাচি কিং-এর অধিনায়ক শোয়েব মালিক। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিপক্ষ লাহোর কো ল্যান্ডারসকে ১২৫ রানে বেঁধে রাখে বোলাররা। এদিকে ১২৬ রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোচট খায় সাকিবের করাচি কিং। মাত্র ৪ রানে ২ উইকেট হারানো দলটির স্কোর মেরামতে লেগে যান সাকিব ও সিমনস। ১১.৫ ওভারে ১০৯ রানের পার্টনারশিপ গড়ে এই জুটি। সাকিব ব্যক্তিগত ৫১ রানে সাজঘরে ফিরলেও ততক্ষণে জয়ের পথ তৈরি হয়ে গেছে করাচির। দলের পক্ষে ১ উইকেট ও ৫১ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ সাকিব আল হাসান।