দর্শনা অফিস: আমানত শাহ লুঙ্গি দর্শনা ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৫ম ও ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ও বিকেল ৩টার দিকে দর্শনা সরকারি কলেজমাঠে ক্রীড়ামোদী যুব সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে ডিএমসিকে ১৩২ রানে হারিয়ে চটকাতলা যুব সংঘ জয়ী হয়। আইসিপি স্পার্ককে ৯ উইকেটে হারিয়ে কেরুজ বয়েজ ক্লাব জয়লাভ করে। খেলা পরিচালনা করেন, হাবিব, মালেক, আনিস ও মিঠু। বিকেলের ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরুজ চিনিকলের সহব্যবস্থাপক (প্রশাসন) আকরাম আলী শিকদার, ডিস্ট্রিলারি সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, নিরাপত্তা অফিসার গিয়াস উদ্দিন পিনা, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই সাইদুর রহমান, সাইফুল ইসলাম হুকুম প্রমুখ। সার্বিক সহযোগিতায় রয়েছেন, আব্দুল মালেক, আমজাদ হোসেন, শাকিলুর রহমান, জুয়েল, মিতু, উজ্জল, টিটু, রিফাত প্রমুখ। দৈনিক মাথাভাঙ্গা মিডিয়া পার্টনারের এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৭ম ও ৮ম ম্যাচ আজ শুক্রবার সকাল ৯টা ও বিকেল ৩টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।