স্টাফ রিপোর্টার: জয়ের লক্ষ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের শিলং ও গুয়াহাটিতে হতে যাওয়া এসএ গেমসে অংশ নেয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। যাবার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ গঞ্জালো সানচেজ মোরেনো জানিয়েছেন, দলে আত্মবিশ্বাস আছে, সাম্প্রতিক হতাশা কাটিয়ে জয় নিয়ে ফিরতে পারবে। আর ফুটবলারদের কণ্ঠেও ছিলো প্রত্যয়, গতবারের এসএ গেমসের সাফল্য ধরে রাখতে চান তারা।
দীর্ঘদিন সাফল্যের খরা কাটিয়ে গতবার এসএ গেমসে স্বর্ণ জেতে বাংলাদেশ ফুটবল। এবারেও যেন নতুন আশার দীপ্তি ছড়াচ্ছে এ দল। লক্ষ্যটা পুরনো সাফল্য ধরে রেখে নতুন কিছু জয় করা। সাম্প্রতিক ফুটবল অঙ্গনে যে দুর্দশা চলছে সেটা কিছুটা হলেও ঘুচাতে পারবে বাংলাদেশের এ অনূর্ধ্ব-২৩ দল, আশাবাদী ফুটবলাররা। আর কোচও জানালেন আশাবাদের কথা নেপালকে হারিয়ে সেমিতে ওঠা প্রথম লক্ষ্য তার এরপর পরবর্তী ধাপের কথা ভাবনায় আনতে চান তিনি। ৯ তারিখ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব-২৩ দলের এসএ গেমস মিশন।