গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে দিনব্যাপি পাটচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে শুরু হওয়া প্রশিক্ষণে এ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের চাষিরা অংশগ্রহণ করেন।
উফসি পাট বীজ উৎপাদন এবং পচন প্রকল্পের আওতায় গাংনী উপজেলা পাট উন্নয়ন অফিস আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুন-অর রশিদ। প্রশিক্ষক ছিলেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, যশোর অঞ্চলের উর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক কামাল উদ্দীন। উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার আলমগীর হোসেন।