হাটবোয়ালিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরের ঝুটিয়াডাঙ্গায় একটি ট্রাক থেকে ১ হাজার ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আলী হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানের সামনে থেকে পুলিশ ফেনসিডিলসহ এ ট্রাকটি আটক করে। আটক আলী হোসেন ট্রাকের হেলপার ঝিনাইদহের ডাকবাংলো মোড়ের মোহাম্মদ আলীর ছেলে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক ওই স্থানে বিকল হয়ে পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৪০ বোতল ফেনসিডিলসহ হেলপারকে আটক করে।