কুড়ুলগাছি প্রতিনিধি: কার্পাসডাঙ্গার সেবা ক্লিনিকের মালিক আহসানের বিরুদ্ধে এক ডাক্তারকে বাটামপেটা করার অভিযোগ উঠেছে। ওই ডাক্তারকে আহসান হাবিব তার ক্লিনিকে রোগী না দেয়ার কারণে তাকে বাটাম দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের আব্দুল গাফ্ফার বিশ্বাসের ছেলে প্রভাবশালী আহসান হাবিব বিশ্বাস (৪০) সেবা ক্লিনিক আছে কার্পাসডাঙ্গার বাজারে আরামডাঙ্গার মোড়ে। গত প্রায় ১২ বছর ধরে ডা. আবুল কাসেম কার্পাসডাঙ্গার বাজারে সেবা ক্লিনিকের পাশে নিজস্ব ঘরে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সেবা ক্লিনিকের মালিক আহসান হাবিব বিশ্বাস ডা. আবুল কাসেমকে বলে আমার ক্লিনিকে রোগী দিতে হবে ডা. আবুল কাসেম রোগী দিতে রাজি না হলে তাকে জরুরি দরকারের কথা বলে পাশে ডেকে নেয় ডা. আবুল কাসেমকে। এ প্রস্তাবে রাজি না হওয়ায় বাটাম দিয়ে ডা. আবুল কাসেমকে (৪৭) বেদম পেটায়। আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিত ডা. আবুল কাসেমের স্ত্রী বাদী হয়ে দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন।