স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট লিগে চুয়াডাঙ্গা জেলাদল ৬০ রানে বাগেরহাট জেলাদলকে পরাজিত করে ‘সি’ গ্রুপ রানারআপ হয়। নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাটিং করে চুয়াডাঙ্গা জেলাদল ১৫২ রান সংগ্রহ করে। জবাবে বাগেরহাট জেলাদল ৯২ রানে অলআউট হয়। এ জয়ে গ্রুপ রানার আপ হলেও রান রেটের ব্যাবধানে ফাইনাল খেলা হলো না চুয়াডাঙ্গার ক্ষুদে টাইগারদের।
চুয়াডাঙ্গা দলের ম্যানেজার বদর খান বলেন, আমাদের ছেলেরা দারুণ ফাইট করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা রান রেটের কারণে ফাইনাল থেকে ছিটকে গেলাম।