ঝিনাইদহ প্রতিনিধি: মহেশপুরের মাটিলা গ্রামে বিজিবির গুলিতে নিহত ও আহতের ঘটনায় জলুলী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার শিশির কুমার ঠাকুরকে ক্লোজ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল। তদন্ত দলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনসহ বিজিবির গুলিতে নিহত ও আহতের ঘটনায় এলাকাবাসীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন বলে গ্রামবাসী জানিয়েছে।
স্থানীয় শিক্ষক শামছুর রহমান পলাশ জানান, বেলা ২টার দিকে ঢাকা ও খুলনা থেকে বিজিবির উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল মাটিলা গ্রামের ৪জনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। বিজিবির ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বুধবার দুপুরে জলুলী বিজিবি ক্যাম্পে এলাকার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়সভা করেছেন। ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময়সভা সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। এ সময় উপস্থিত ছিলেন, যাদবপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ডা. সালাউদ্দীন, ইউপি সদস্য মহিউদ্দীন মহি, আওয়ামী লীগ নেতা আয়ূব হোসেন, ওসমান গণি, শামছুর রহমান পলাশ মাস্টারসহ প্রমুখ।
ইউপি চেয়ারম্যান জানান, বৈঠকে বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকাবাসী আগের মতই নির্ভয়ে চলাচল করবে। তবে যেখানে সীমান্তবর্তী বাজারগুলো রাত ৮টায় বন্ধ হতো সেখানে ১ ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহিদুল ইসলাম মাস্টার জালেন, বিজিবির দায়ের কৃত মামলা ও আহত এবং নিহতের ঘটনার বিষয় নিয়ে সব ব্যবস্থা করবে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৭দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের চা বিক্রেতা রফিকুল ইসলামকে (৩০) সীমান্তের জলুলী ক্যাম্পের বিজিবি সদস্যদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ফিরোজ আহম্মদ (৩৮), বাবুল আক্তার (৩৫) ও আতিকুর রহমান (২৮) আহত হন।